Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

বাঘাইছড়ির উল্লেখযোগ্য নদী  কাচালং, শিজক, গংগারাম ও মাচালং নদী ।বাঘাইছড়ি উপজেলা টি কাচালং নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। কাচালং উৎপত্তি ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের পাহাড়ী এলাকায়। কাচালং নদীর দৈর্ঘ্য ১৪৬ কিলোমিটার প্রায়। এটি বাঘাইছড়ি, লংগদু, বরকল,রাঙ্গামাটি সদর , কাপ্তাই দিয়ে প্রবাহিত হয়ে  মিলেছে কর্ণফুলীতে। এক সময় এ নদীই ছিল বাঘাইছড়ি উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানে সীমিত আকারে সরক পথের  মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে লোকজন ও মালামাল যাতায়াত ও পারাপার  করা হয়। বর্তমানে এই কাচালং নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়। ধরতে গেলে কাপ্তাই হ্রদের প্রানই হলো কাচাংল নদী।