গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ এর কার্যালয়
খামারবাড়ী, রাঙ্গামাটি ।
স্মারক নং-১২.১৭.৮৪০০.০৪১.১৬.০৫৮.১৬-৫৩৭ তারিখঃ-০৭/০৪/২০১৬খ্রিঃ
বরাবর,
উপ-পরিচালক
বীজ বিপনন,বিএডিসি
রাঙ্গামাটি পার্বত্য জেলা ।
বিষয়: খারিফ-১/২০১৬-১৭ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত নেরিকা বীজ উপজেলাওয়ারী বরাদ্দ ও সরবরাহ প্রদান প্রসঙ্গে ।
কৃষি মন্ত্রনালয়, উপকরণ-২ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার স্মরক নং-১২.০০.০০০.০২৬.৩৮.০২৫.১৬.৮৪ তারিখ-২৪/০৩/২০১৬খ্রি: তারিখে জারীকৃত পত্রানুসারে অতিরিক্ত মহাব্যবস্থাপক(বীজ বিতরন) বিএডিসি,ঢাকার স্মারক নং-১২.২৭৫.০৩৫.০১.০৫.০০৫.২০১০-১০৭৪(১৩০) তারিথ-২৯০/০৩/২০১৬খ্রি: মূলে রাঙ্গামাটি পার্বত্য জেলায় খরিফ-১/২০১৬-২০১৭ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত ৮(আট) মে:টন নেরিকা বীজ জেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির অনুমোদন ক্রমে নিম্ন বর্ণিত উপজেলায় বিভাজন অনুসারে বরাদ্দ প্রদান করা হলো এবং বরাদ্দ অনুমারে বীজ সমুহ সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার/মনোনীত প্রতিনিধিকে সরবরাহ প্রদানের জন্য অনুরোধ করা হলো ।
ক্র:নং | উপজেলার নাম | নেরিকা বীজের পরিমান(কেজি) | মন্তব্য |
০১ | সদর | ৮৫০ |
|
০২ | নানিয়ার চর | ৬০০ | |
০৩ | কাউখালী | ৫৫০ | |
০৪ | বরকল | ৮৫০ ৬৫০ | |
০৫ | জুরাছড়ি | ||
০৬ | লংগদু | ৯৫০ | |
০৭ | বাঘাইছড়ি | ১১৫০ | |
০৮ | কাপ্তাই | ৬০০ | |
০৯ | রাজস্থলী | ৬০০ | |
১০ | বিলাইছড়ি | ১২০০ | |
| মোটঃ | ৮০০০ |
অতএব,বরাদ্দের অনুকুলে উপজেলায় সরবরাহকৃত নেরিকা বীজের মূল্য পরিশোধের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, দৃষ্টি আকর্ষন –উপজেলা কৃষি অফিসার ও সদস্য –সচিব, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি বরাবরে দুই কপি বিল (ইনভয়েন্স সহ/ইনভয়েন্সে আউশ প্রনোদনা কর্মসূচি খরিফ -১/২০১৬-১৭ কথাটি স্পষ্টভাবে লিখতে হবে) করতঃ উহা একত্রীতভাবে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ।
রমনী কান্তি চাকমা
উপ-পরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
রাঙ্গামাটি
ও
সদস্য-সচিব
জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস