Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিষদ চেয়ানম্যানের কার্যালয়

বাঘাইছড়ি, রাংগামাটি পার্বত্য জেলা

 

বাঘাইছড়ি উপজেলা পরিষদ জুন/২০১২ মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী

 

সভাপতিঃ    জনাব সুদর্শন চাকমা

               চেয়ারম্যান

               উপজেলা পরিষদ

               বাঘাইছড়ি, রাংাগামাটি পার্বত্য জেলা।                        

তারিখ ঃ   ২৬/০৬/২০১২ ইং

সময়  ঃ    বেলা-১২.১৫ মিঃ

স্থান   ঃ  উপজেলা পরিষদ মিলনায়তন।

 

সভায় উপস্থিত সদস্যদের বিবরন পরিশিষ্ট ‘‘ ক ’’ তে দ্রষ্টব্য ।

 

সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরম্ন করেন । তিনি সভার নিয়মিত কাজ পরিচালনা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার এজেন্ডা অনুয়ায়ী সভার কার্য আরম্ভ করেন।

        

আলোচ্যসূচীঃ ০১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন   ঃ সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনানো হয়।  এতে  কোন সংশোধনী না থাকায় তা ’ সর্ব সম্মতিক্রমে  অনুমোদিত ও দৃঢ়ীকরন করা হয়।

 

আলোচ্যসূচীঃ ০২। এডিপি বাসত্মবায়ন সংক্রামত্ম আলোচনা ঃ  উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, বর্তমান ২০১১-২০১২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী কাজের অগ্রগতি সভায় উপস্থাপন করেন। নিম্নে তা দেয়া গেল।

ক্রঃ নং

শ্রেনী ভিত্তিক প্রকল্পের নাম

গৃহীত প্রকল্পের সংখ্যা

বরাদ্দকৃত টাকার পরিমান

ব্যবহৃত টাকার পরিমান

সমাপ্ত প্রকল্পের সংখ্যা

অসমাপ্ত প্রকল্পের সংখ্যা

কাজের অগ্রগতি

মমত্মব্য

বস্ত্তগত অবকাঠামো

২৫টি

৫৫,১৮,১৫৬/-

৫৫,১৬,৯৮৮/-

২৫টি

-

১০০%

 

কৃষি ও সেচ

০৭টি

১৬,৫৫,৬০০/-

১৬,৫৫,৬০০/-

০৭টি

-

১০০%

 

আর্থ সামাজিক

১৫টি

৩৭,৩১,৪১২/-

৩৭,৩১,৪১২/-

১৫টি

-

১০০%

 

 

সর্বমোট

৪৭টি

১,০৯,০৫,১৬৮/-

১,০৯,০৪,০০০/-

৪৭টি

-

১০০%

 

 

আলোচ্যসূচীঃ ০৩। বিভাগীয় কার্যক্রমঃ উপজেলা কৃষি বিভাগ ঃ  উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, বর্তমানে ইউরিয়া সার-৩৮.০০০মেঃটন ,টিএসপি-২.০০০মেঃটন ,এমওপি-১.৫০০মেঃটন এবং জ্বালানী তেল পর্যাপ্ত পরিমানে মজুদ রয়েছে। বিভাগীয় কার্যক্রম ভালভাবে চলছে।

সিদ্ধামত্ম ঃ  কার্যক্রম আর গতিশীল করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে অনুরোধ করা হল।

 

২।  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগ ঃ  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সভায় অনুপস্থিত। তাদের বিভাগীয় কার্যক্রম জানা গেল না।

সিদ্ধামত্ম ঃ  সভায় উপস্থিত থেকে বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

৩। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ঃ  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, জুন/১২ মাসের অগ্রগতির প্রতিবেদন ৭৮%। বিভাগীয় কার্যক্রম ভালভাবে চলছে।

সিদ্ধামত্ম ঃ কার্যক্রম আরও গতিশীল করার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।                                                                                                                                

 

৪। উপজেলা প্রানী সম্পদ বিভাগ  ঃ  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, ২০১১-২০১২ অর্থ বছরের কাজের অগ্রগতি সভায় উপস্থাপন করেন। নিম্নে তা দেয়া গেল।

গবাদি পশু টিকা প্রদান

হাঁস-মুরগী টিকা প্রদান

গবাদি পশু চিকিৎসা

হাঁস-মুরগী চিকিৎসা

কৃত্রিম পশুর প্রজনন

৮,৮৮৬টি

১,৬৯,০০০টি

৫,৯৯৬টি

৩০,৭০৮টি

১৯৮টি

সিদ্ধামত্মঃ কার্যক্রম আরও গতিশীল করার জন্য উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

 

           ৫।  উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ঃ  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভাঃ)সভায় জানান যে, এ উপজেলায় ৫৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৮টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার মান উন্নয়নের জন্য নিয়মিত স্কুল পরিদর্শন করা হচ্ছে।  গত মাসে ১০টি স্কুল পরিদর্শন করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় কার্যক্রম ভালভাবে চলছে।

সিদ্ধামত্মঃ রিমোট এলাকায় অবস্থিত স্কুলসমূহ নিয়মিত স্কহল পরিদর্শন করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

৬।  উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ঃ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সভায় জানান যে, নিয়মিত স্কুল পরিদর্শন করা হচ্ছে। যে সব স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়নি সে সব স্কুলের দৈনন্দিন অফিসের চিঠিপত্র সংশিস্নষ্ট ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে Mail করার জন্য সংশিস্নষ্ট সকল প্রধান শিক্ষকে অনুরোধ করা হয়েছে।

        সিদ্ধামত্ম ঃ  নিয়মিত স্কুল পরিদর্শন করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

৭।  উপজেলা খাদ্য বিভাগ ঃ  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সভায় জানান যে, বাঘাইছড়ি খাদ্য গুদামে চাউল-২৬৭.০০০মেঃটন, গম ১৪.১০০মেঃটন এবং দুরছড়ি খাদ্য গুদামে চাউল-৫৬.০০০মেঃটন মজুদ রয়েছে।

সিদ্ধামত্মঃ দু’টি খাদ্য গুদামে পর্যাপ্ত পরিমানে মজুদ গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে অনুরোধ করা হয়।

৮। উপজেলা মহিলা বিষয়ক বিভাগ ঃ  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় জানান যে, এ উপজেলায় ০৭টি কিশোর-কিশোরীদের ক্লাব রয়েছে। গত ২২/০৬/২০১২ তারিখে রাংগামাটি জেলা সদরে কিশোর-কিশোরীদের সম্মেলন হয়েছে। বিভাগীয় কার্যক্রম ভালভাবে চলছে।

৯। উপজেলা জনস্বাস্থ্য বিভাগঃ উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগ সভায় জানান যে, ২০১১-২০১২ অর্থ বছরের বরাদ্দকৃত রিংওয়েল ও টিউবওয়েল বসানোর কাজ সমাপ্ত করা হয়েছে। এ ছাড়া জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্য ১৫০/২০০রিং সস্ন্যাব বিতরনের কাজ সমাপ্তের পথে।  তিনি আরও জানান যে, জনস্বাস্থ্য অফিসের বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য একটি কড়ই গাছ কর্তন করা দরকার। বিসত্মারিত আলোচনাক্রমে বনবিভাগ কর্তৃক গাছটির মূল্য নির্ধারন করতঃ গাছটি কাটার সিদ্ধামত্ম গৃহীত হয়। গাছটি নিলামে বিক্রয় করে বিক্রয়লব্দ টাকা উপজেলা রাজস্ব তহবিলে জমা করার জন্য উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগকে অনুরোধ করা হয়।

সিদ্ধামত্ম ঃ  ৩০জুন,২০১২ মধ্যে রিং সস্ন্যাব বিতরনের কাজ সমাপ্ত করার জন্য উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানানো হয়।

১০। উপজেলা পলস্নী উন্নয়ন বিভাগ ঃ উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় ১৭,৪০,০০০টাকা ঋন বিতরন করা হয়েছে এবং ১৪,৪০,০০০/-টাকা ঋন আদায় করা হয়েছে। এ ছাড়া One Upazill One Issue এর ‘‘একটি বাড়ী একটি খামার ÿুদামুক্ত সুখী পরিবার’’ ৫৫% অর্জিত হয়েছে।

সিদ্ধামত্মঃ কার্যক্রম আরও গতিশীল করার জন্য উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

 

১১। উপজেলা রিসোর্স সেন্টারঃ ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার সভায় জানান যে, নিয়মিত স্কুল পরিদর্শন করা হচ্ছে। গত মাসে ০৮টি স্কুল পরিদর্শন করা হয়েছে।

সিদ্ধামত্মঃ সারপ্রাইজ ভিজিট করার জন্য ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টারকে অনুরোধ জানানো হয়।

 

১২। উপজেলা সমাজ সেবা বিভাগঃ উপজেলা সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, ০৬মাসের বিধবাভাতা গ্রহীতাদের দেয়া হয়েছে। আজ হতে প্রতিবন্ধী ও বয়স্কভাতা দেয়া হবে। বিভাগীয় কার্যক্রম ভালভাবে চলছে।

সিদ্ধামত্মঃ কার্যক্রম আরও গতিশীল করার জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

 

১৩। উপজেলা যুব উন্নয়ন বিভাগ ঃ  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় অনুপস্থিত। তাদের বিভাগীয় কার্যক্রম জানা গেল না।

সিদ্ধামত্মঃ সভায় উপস্থিত থেকে বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করার জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

 

১৪। উপজেলা পরিসংখ্যান বিভাগঃ  উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সভায় অনুপস্থিত। তাদের বিভাগীয় কার্যক্রম জানা গেল না।

সিদ্ধামত্মঃ সভায় উপস্থিত থেকে বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করার জন্য উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

১৫। উপজেলা মৎস্য বিভাগঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান যে, নদী বা হ্রদে মাছ ধরা আপাততঃ বন্ধ রয়েছে। এ বন্ধের সময় জালসহ জেলে ধরার অভিযান অব্যাহত রয়েছে। আগামী ০৬/০৭/২০১২ইং হতে ১২/০৭/২০১২ইং পর্যমত্ম জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

১৬। উপজেলা সমবায় বিভাগ ঃ উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান যে, তাদের বিভাগীয় কার্যক্রম ভালভাবে চলছে।

 

১৭। বিদ্যুৎ বিভাগ ঃ আবাসিক প্রকৌশলী বা তার প্রতিনিধি সভায় উপস্থিত না থাকায় তাদের বিভাগীয় কার্যক্রম জানা গেল না।

সিদ্ধামত্মঃ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ জানানো হয়।                                                                                                                   

১৮। উপজেলা নির্বাচন বিভাগঃ উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, তাদের বিভাগীয় ভালভাবে চলছে।

১৯। LGSP বিষয়ে বিসত্মারিত আলাচনা করা হয়।LGSP প্রকল্পসমূহ তদারকি করার জন্য সকল ট্যাগ অফিসারকে অনুরোধ জানানো হয়।

২০। চেয়ারম্যান, বাঘাইছড়ি ইউ,পি সভায় জানান যে, ইউ,পি সচিব না থাকাতেই অফিসের দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই জরম্নরী ভিত্তিতে ইউ,পি সচিবের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ জনান। উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, ইউ,পি সচিব নিয়োগের জন্য যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। নিম্নে যাচাই-বাছাই কমিটির রম্নপরেখা দেয়া হল।

১। উপজেলা নির্বাহী অফিসার, বাঘাইছড়ি- আহবায়ক

২। উপজেলা শিক্ষা অফিসার- সদস্য

৩। উপজেলা মৎস্য কর্মকর্তা- ‘’

৪। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা- ‘’

৫। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা - ‘’

৬। ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার -

বিসত্মারিত আলোচনাক্রমে  যাচাই-বাছাই কমিটি অনুমোদন করা হল।

২১। চেয়ারম্যান, বাঘাইছড়ি ইউ,পি সভায় আরও জানান যে, মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে কর্মরত জনাব মোঃ জাহিদুল আলম, লাইনম্যান-১ এর অসহনীয় দুূর্নীতির মাধ্যমে এলাকার ভাল মিটারগুলোকে খারাপ দেখিয়ে বিদ্যুৎ বিল বেশী দেয়া হচ্ছে। এ ছাড়া তার বিরম্নদ্ধে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ ও বিদ্যুৎ মিটার রেডিং কারচুপি করাও অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, বিদ্যুৎ বিল অনিয়ম, মিটার রেডিং না দেখে রেডিং বৃদ্ধি দেখিয়ে গ্রাহকদের নিকট হতে বেশী টাকা আদায়ের সংক্রামেত্ম গত এপ্রিল/১২ মাসে বেশ কয়েকটি আবেদনপত্র পাওয়া গিয়েছে। বিষয়গুলি নিষ্পত্তি করার জন্য আবেদনসমূহ মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে প্রেরন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মহোদয় সভায় বলেন যে, জনাব মোঃ জাহিদুল আলম, লাইনম্যান-১ এর বিরম্নদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। গত ১৫/০৪/২০১২ইং তারিখ তাকে মারার জন্য এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। তাকে বদলী করার জন্য গত ২৩/৪/২০১২ইং তারিখ নির্বাহী প্রকৌশলী, রাংগামাটির নিকট পত্র প্রেরন করা হয়েছে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। যে কোন সময় আইন-শৃংখলা অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই জনাব মোঃ জাহিদুল আলম, লাইনম্যান-১‘কে জরম্নরী ভিত্তিতে অন্যত্র বদলী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রাংগামাটি পার্বত্য জেলাকে অনুরোধ করা হয়।                                                                                                                              

২২। উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ(এটুআই) প্রোগ্রামের নিদের্শনা অনুযায়ী এ উপজেলার উপজেলা ও ইউনিয়ন পোর্টাল বাসত্মবায়নের জন্য আগামী ১৮/০৭/২০১২ইং হতে ২১/০৭/২০১২খ্রিঃ পর্যমত্ম ০৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। এটি সরকারের অতি গুরম্নত্বপূর্ন ও অগ্রাধিকারমূলক কর্মসূচী। তাই যথাযথ গুরম্নত্বারোপ পূর্বক অর্পিত দায়িত্ব পালনের জন্য কমিটির সকল সদস্যকে অনুরোধ জানান।

 পরিশেষে সভাপতি মহোদয় বলেন যে, এলাকার উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখসহ আইন-শৃংখলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

স্বা/ ২৬/০৬/২০১২ইং

সুদর্শন চাকমা

  চেয়ারম্যান

উপজেলা পরিষদ

সভাপতি

উপজেলা পরিষদ সভা

বাঘাইছড়ি,রাংগামাটি পার্বত্য জেলা।

স্মারক নং-৫৮৭. ০০০. ০০৫. ০০০. ০০২. ২০১২. ১২২৩                                                তারিখঃ ০২/ ০৭/২০১২ ইং।

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরন করা হলো।

১।  জনাব দীপংকর তালুকদার, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, ঢাকা।

২।  চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদ, রাংগামাটি পার্বত্য জেলা।

৩।  চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ,রাংগামাটি পার্বত্য জেলা।

৪।  জেলা প্রশাসক, রাংগামাটি পার্বত্য জেলা।

৫।  নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, রাংগামাটি পার্বত্য জেলা।

৬। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাঘাইছড়ি।

৭।  চেয়ারম্যান ....................................................ইউ,পি (সকল), বাঘাইছড়ি।

৮।  উপজেলা ......................................................কর্মকর্তা (সকল), বাঘাইছড়ি।

৯।  জনাব .................................................................. সদস্যা, উপজেলা পরিষদ সভা।

১০। অফিস নথি।

মুহাম্মদ রেহান উদ্দিন

উপজেলা নির্বাহী অফিসার

বাঘাইছড়ি,রাংগামাটি পার্বত্য জেলা।