বাঘাইছড়ি উপজেলা বাংলাদেশের পূর্ব দক্ষিণাংশের সর্ব উত্তরে সীমান্তবর্তী একটি উপজেলা। জেলা সদর হতে এর দূরত্ব ১৪৬কি.মি.। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা। যার আয়তন ৭০৩ বর্গমাইল। এ উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মিজোরাম রাজ্য, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা। এর ৮টি ইউনিয়ন এলাকা উপত্যকা তথা সমতল, বাকী ৬০০ বর্গমাইলের সাজেক ইউনিয়ন উঁচু পাহাড় তথা সাজেক ভ্যালি নামে পরিচিত। সাজেক ভ্যালি এলাকায় বেশিরভাগ জুম চাষীরা বাস করে। আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ৩০ কি.মি. পাকা রাস্তা, ৩০ কি.মি আধা পাকা রাস্তা, ২০০ কি. মি. কাঁচা রাস্তা রয়েছে। এছাড়াও আভ্যন্তরীণ যোগাযোগ পাহাড়ী এলাকা বলে পদব্রজেই হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস