Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাঘাইছড়ি উপজেলার দর্শনীয় স্থান
বিস্তারিত

 

দর্শনীয় স্থান : বাঘাইছড়ি উপজেলায় অন্যতম দর্শনীয় স্থান সাজেক ভ্যালি। এছাড়া কাচালং ধর্ম্মোজ্জ্বল বন বিহার, খেদারমারা ভাবনা কেন্দ্র ও চা বাগান, অজলচুগ বন বিহার, হাজাছড়া ঝর্না, উগলছড়ি ব্রিজ (বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত), এগত্তর পার্ক।

দূরত্ব : বাঘাইছড়ি উপজেলা সদর হতে সাজেক ভ্যালি দূরত্ব ৬০কিলোমিটার, কাচালং ধর্ম্মোজ্জ্বল বন বিহার ৩.৫০কিলোমিটার খেদারমারা ভাবনা কেন্দ্র ও চা বাগান ১৩ কিলোমিটার, অজলচুল বন বিহার ৭ কিলোমিটার, হাজাছড়া ঝর্না ২১ কিলোমিটার, উগলছড়ি ব্রিজ (বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত) ৪ কিলোমিটার, এগত্তর পার্ক ১.৫০কিলোমিটার দূরে অবস্থিত।

যাতায়াত ব্যবস্থা : উপজেলা সদর হতে সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য মোটর সাইকেল, সিএনজি, জীপ, যাতায়াত ব্যবস্থা রয়েছে। এছাড়া খেদারমারা ভাবনা কেন্দ্র ও চা বাগান, অজলচুগ বন বিহার, হাজাছড়া ঝর্না যাওয়ার জন্য মোটর সাইকেল ও সিএনজি যোগে যাওয়া যায়, কাচালং ধর্ম্মোজ্জ্বল বন বিহার, উগলছড়ি ব্রীজ (বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত), এগত্তর পার্ক যাওয়ার জন্য মোটর সাইকেল ও অটোরিক্সাতে যাওয়া যায়।